• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

কুয়াকাটা পৌর মেয়রকে মারধর; আহত ১০

ষ্টাফ রিপোর্টারঃ / ৩৩৬ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টারঃ কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কুয়াকাটা পৌরসভার মেয়র সহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছে মেয়র আনোয়ার হাওলাদার। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৭ টায় পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে মোল্লার সমর্থকরা এ হামলা চালিয়েছে। এতে আমি সহ ১০ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছে।”

তিনি বলেন, “হামলা করার সময় বারেক মোল্লা বারংবার আমাকে আওয়ামী লীগের সকল প্রোগ্রাম বর্জন করতে বলেন। কিন্তু আওয়ামী লীগের নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ভালো লাগায় আমিসহ আমার সাথের ৩ হাজার মানুষ আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। বারেক মোল্লার কথায় আমি কেনো দলীয় প্রোগ্রাম বর্জন করবো।”

তিনি আরও বলেন, “বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব অবগত আছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলের সিংহ পুরুষ আবুল হাসনাত আবদুল্লাহকে অবগত করবো।” দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেও জানান তিনি।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোন কোন্দল নেই। মেয়রের সঙ্গে কিছু বিতর্কিত লোক ছিলো, তাদের আওয়ামী লীগের মিছিলে না রাখতে বলা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর পড়ুন: