মাহমুদ হাসান রায়হানঃ বিএনপির ডাকা জনসমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন।
শনিবার দুপুরে ঢাকার শান্তিবাগ এলাকায় তিনি পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়েছে।
পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ মোঃ সালাউদ্দিন বলেন, বিকলে তিনটার দিকে শান্তিবাগ এলাকা থেকে সমাবেশ স্থলে যাওয়ার পথে এড. জাহাঙ্গির হোসেন এর উপর আওয়ামীলীগের সন্ত্রাসী ও পুলিশ বাহিনী ন্যাক্কার জনকভাবে হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিবাগ একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বনস্রী এলাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে এড.জাহাঙ্গীর হোসেন আহত হওয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। বিএনপির পক্ষ থেকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।