মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেল্লাল সিকদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড পেইজে প্রকাশ করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বেল্লাল সিকদার সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আমড়াগাছিয়া ইউনিয় শাখা, মির্জাগঞ্জ, পটুয়াখালী) ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, এর আগে ২৩ ও ২৪ আগষ্ট সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাময়িক বহিষ্কারাদেশ প্রদান করেছিলো।