1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর ইপিজেড-এ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ; ক্ষতিগ্রস্তদের মাঝে আনন্দের বন্যা বাউফল হাসপাতালে ১৫ চিকিৎসক পদের ১১পদ শূণ্য, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে বিএইচএএ এর স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে জেলা পরিষদ পুকুরে প্রা*ণ গে*লো শিশু শিক্ষার্থী সুমাইয়ার; পরিবার সহ গোটা এলাকায় শো*কের মাতম বাউফলে দেশীয় ম*দ সহ গ্রে*ফতার-১ পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “জীবনের চাকা আপনার হাতে”–আফজাল হোসেনের গ্রন্থের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার পিসি বাড়িতে থেকে লেখাপড়া করে আর স্বপ্ন পূরণ হলোনা রাহুলের; লাউকাঠী নদী কেঁ*ড়ে নি*লো তার প্রা*ণ  

বিশ্ব শিশু অধিকার সপ্তাহে এনসিটিএফের আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ শিশুদের জন্য নিরাপদ বিশ্ব বিনির্মাণে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত- বিষয়ক সচেতনতামূলক সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শিশু একাডেমিতে ‘শিশুর জন্য বিনিয়োগ করি, নিরাপদ ভবিষ্যত গড়ি’ স্লোগানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ- ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়েস বাংলাদেশের সহযোগিতা ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সভাপতি রুবাইয়াত হক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জব্বার।

ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ার জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শিশু অধিকার ও সুরক্ষা কমিটির সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ ও শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক অপুপম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দেশের শিশুদের জন্য নতুন নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে। এসকল ঝুঁকি মোকাবেলা করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বিনিয়োগ দরকার। যা ভবিষ্যত পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগেও শিশুর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। যা প্রতিরোধে বিশ্ব সম্প্রদায় কে ভূমিকা রাখতে হবে। পারিবারিক ভাবে শিশুর আত্মমর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট