ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তরের অর্থায়নে সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরন ক্রয় – বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ এবং দন্তনীয় অপরাধ ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে জনসচেতনতা সভা আয়োজন করেন। বুধবার (১১অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ডক্টর হারুন -আর – রশিদ হাওলাদার। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফরিদা ইয়াসমিন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আকন (সেলিম), উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুলইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আকন। সভা সঞ্চালনায় ছিলেন ২নং লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তুহিন।