ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে এবি পার্টির (ঈগল) প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ডাঃ আব্দুল ওহাব মিনার ৭১ ও ২৪ এর চেতনায় নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, “৫৪ বছরে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন হয়নি। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামসহ ১১টি দল নির্বাচনী ঐক্য পটুয়াখালী-১ আসনে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনীত করেছেন। আমি দীর্ঘদিন পটুয়াখালীসহ সারাদেশে করোনাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কাজ করেছি। ২৪ জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম।”
তিনি গতকাল রবিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টায় মল্লিকা পার্টি সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য কর্তৃক মনোনীত প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ডাঃ আব্দুল ওহাব মিনার এর সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক শিবির নেতা আবদুল্লাহ আন নাহিয়ান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী, জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ মঞ্জুরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেন হাওলাদার, সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারী, সহ সেক্রেরেটারী এবিএম সাইফুল্লাহ ও খেলাফত মজলিশের সেক্রেটারী মোঃ কামরুল আহসানসহ ১১ দলের নেতৃবৃন্দ।
সভায় জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান বলেন, “আমি দাড়িপাল্লায় ভোট চেয়েছি, এখন আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশে ১১ দলের প্রার্থী ডাঃ আব্দুল ওহাব মিনারের জন্য কাজ করছি, আমাদের নির্বাচনী পরিকল্পনা তাকে (ওহাব মিনার) দিয়েছি। সে মোতাবেক আগের চেয়ে এখন বেশী কাজ করতে হবে। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীকে মেসেজ দিয়েছি।”
জালাল আহমেদ: 












