পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশের দেয়া এক প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জানুয়ারী রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী জেলা শহরের কলাতলা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে হাউজিং ফার্ম রোড এলাকায় অবস্থিত আসামি মোঃ আরিফুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নিয়াল ট্রেডার্স’ নামের একটি টিনসেট গুদামঘরে অভিযানের শুরুতে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ বেল্লাল হাওলাদার (৪০) এবং মোঃ আরিফুল ইসলাম (৩৯)। দুজনই পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তল্লাশিকালে মোঃ বেল্লাল হাওলাদারের কাছ থেকে ১৮৫ পিছ এবং মোঃ আরিফুল ইসলামের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা (মামলা নং-২৩, তারিখ: ১১-০১-২০২৬) রুজু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জালাল আহমেদ: 














