পটুয়াখালীতে আকিজ সিরামিক্স লিঃ এর পন্য বি’ গ্রেডের পন্য সাপ্লাই দিয়ে এ’ গ্রেডের পন্যের বিল করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যা মেইন ডিলাররা জানেন না।
পটুয়াখালীর বদরপুর বাজারের মেসার্স সিকদার ট্রেডার্স এর সত্ত্বাধিকারি মোঃ কাওছার বলেন, আমার দোকানের জন্য আকিজ সিরামিক্স লিঃ এর টেরিটরি ম্যানেজার মোঃ অসিম উদ্দিন (এন রোল নং- ৪৯৮৪২৮) এর সাথে সিরামিক্স পন্য বিকি- কিনি করার সম্মতিতে মালের ওয়ার্ডার দেই। তিনি সাদা কাগজে এ’ গ্রেড এর ৬টি কমোট, ৪টি বেসিং, ২০ টি প্যান লিখে ৬৫,৯৬০ টাকার বিলসহ উল্লেখিত মালামাল আমার দোকানে পাঠায়। আমি বিল পেয়ে ৬৫,৯৬০ টাকা নগদ পরিশোধ করি। এ বিল পরিশোধের পর পরবর্তীতে দেখলাম পটুয়াখালী ডোর হাউজ ডিলারের নামে এ’ গ্রেড মেমো কার্টুনে ঘষা মাজা করে বি’ গ্রেড এর পন্য দিয়েছে। পরে জানতে পারলাম বি’ গ্রেড দিয়ে এ’ গ্রেড এর টাকা নিয়েছে। যা বি’ গ্রেডের পন্যের মূল্যের চেয়ে বেশী টাকা নিয়েছে।
বদরপুর বাজারের মেসার্স সিকদার ট্রেডার্স এর মোঃ কাওছার আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পারলাম মেসার্স শুভেচ্ছা সেনিটারি ইলিয়াস ও ফারহানা সেনিটারি’র স্বত্ত্বাধিকারি ফারুক যোগসাজসে প্রতারনার ব্যবসা করে আসছে। এরা আকিজ সিরামিক্স লিঃ এর ডিলার না। এ কোম্পানীর ডিলার হচ্ছেন- নতুন বাজারের মেসার্স সিকদার এন্টার প্রাইজ যার স্বতৃত্বাধিকারি মোঃ হাবিবুর রহমান ও নিউমার্কেটস্থ সুমাইয়া ট্রেডার্স। যার স্বত্ত্বাধকারি মোঃ সবুজ।
এ ব্যাপারে নতুন বাজারের মেসার্স সিকদার এন্টার প্রাইজের স্বতৃত্বাধিকারি মোঃ হাবিবুর রহমান বলেন, আমি বদরপুর বাজারের মেসার্স সিকদার ট্রেডার্স এর সত্ত্বাধিকারি মোঃ কাওছারের কাছে তার অভিযোগ শোনেছি। বিষয়টি আকিজ সিরামিক্স লিঃ এর এজিএম বিশ্ব জিৎ মহোদয়কে অবগত করেছি। তিনি (এজিএম) বিষয়টি সরেজমিনে ঘটনাস্থলে এসে দেখবেন বলে আমাকে বলেছেন।
এ ঘটনা প্রকাশ হলে, পটুয়াখালী ডোর হাউজ নামক প্রতিষ্ঠানের লোকজন টাকা দিয়ে মালামাল ফিরিয়ে নেয়ার জন্য গাড়ি পাঠায় বলে ভুক্তভোগী বদরপুর বাজারের মেসার্স সিকদার ট্রেডার্স এর সত্ত্বাধিকারি মোঃ কাওছার জানান।
জালাল আহমেদ: 













