পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা মাদরাসা ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
বৃহষ্পতিবার দিবাগত শক্রবার (২ জানুয়ারি) মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর পটুয়াখালী সেতুর দক্ষিন পাশে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে যাত্রীসহবাসটি ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
জালাল আহমেদ: 














