শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫:০০ ঘটিকায় র্যাব-৮ এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর সিধ কেটে অটোবাইক চালক মোঃ মোসারফ হোসেন (২৯) হত্যা মামলার মূল হোতা মোঃ ইব্রাহিম তালুকদার (২৫),পিতা- জালাল তালুকদার, সাং-তুষখালী, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ২৯/১০/২০২৫ তারিখ ভিকটিম তার নিজ বাসায় অবস্থান করা কালে উল্লেখিত গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা ০২.১৫ ঘটকার সময় পটুয়াখালী সদর থানাধীন সেহাকাঠী সাকিনস্থ ভিকটিমের বসত ঘরের সামনের বারান্দার দরজার পূর্ব পাশে মাটির পিরার সিধ কেটে ঘরের ভিতরে ০২জন প্রবেশ করে এবং বাইরেও কিছু লোক হাটা চলা করে। মোঃ মোশারফ খান ঘরের বাতি জ্বালিয়ে ১জন আসামীকে ঝাপটে ধরলে আসামীদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে ১জন আসামী ভিকটিমের বুকের বাম পাশের পাজরে কোপ দেয়, অন্য ০১জন আসামী তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের বাম পায়ের রানের উপর একটি কোপ ও হাটুর উপর দুইটি কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ভিকটিম জখম অবস্থায় ঘরের মেঝেতে পরে যায়। তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত্যু ঘোষনা করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ 














