 
ইশরাত লিটন, পটুয়াখালী: ২৯ অক্টোবর ২০২৫, বুধবার পটুয়াখালী সরকারি কলেজ মিলনায়তনে “ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর গুরুত্ব” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Drive To Traffic IT Training Institute এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের কীভাবে প্রস্তুত করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। ভবিষ্যতে শিক্ষার্থীরা কীভাবে ফ্রিল্যান্সিংকে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং পটুয়াখালীর জেলা আইসিটি কর্মকর্তা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) জনাব মোঃ সবুজ তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুখেন্দু বিকাশ পাইক।
সেমিনারে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন Drive To Traffic IT Training Institute-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সপ্তক চ্যাটার্জী। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্বের বাজারে ফ্রিল্যান্সিং এর চাহিদা এবং এআই (AI) প্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, ড্রাইভ টু ট্রাফিক আইটি ট্রেনিং ইনস্টিটিউট পটুয়াখালীর অন্যতম প্রধান আইটি প্রতিষ্ঠান, যারা শিক্ষার্থীদের সফল স্কিল ট্রেনিং প্রদানের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রভাইড করে আসছে।
 
																			 
																		 ইশরাত লিটন, পটুয়াখালীঃ
																ইশরাত লিটন, পটুয়াখালীঃ								 

















