১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; মানুষের মাঝে আতঙ্ক

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগি বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য ও জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার হাসান দালাল মার্কেটে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাউফল পাবলিক মাঠ সংলগ্ন বাংলাবাজারস্থাহ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, জামায়াত তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে অভিযুক্তরা নিজের দোকান ভেঙে নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। এছাড়া নিজেরাই নিজেদের ক্ষতবিক্ষত করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জামায়াত-আওয়ামী লীগের কতিপয় লোকজন এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আগামী (১২ ফেব্রুয়ারী ২০২৬) খ্রিঃ তারিখ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ভোট প্রদানের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। কিন্তু বিএনপি প্রার্থীর বিভিন্ন উস্কানিমূলক এবং জামায়াত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য, প্রকাশ্যে ও ইঙ্গিতে দেয়া প্রচ্ছন্ন হুমকি নেতা কর্মীদের কর্তৃক চন্দ্রদ্বীপসহ বাউফলের নানা স্থানে জামায়াত কর্মীদের মারধর, হুমকি-ধামকি, চন্দ্রদ্বীপে কর্মসূচিতে বাঁধাদান ও মারধরের ঘটনার প্রত্যক্ষ দর্শীর দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেয়ায় দোকানে হামলা, লুটপাট এবং দোকানিকে হত্যার উদ্দেশ্যে আক্রমন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় স্বাক্ষীকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ইত্যাদি ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে কুলষিত করে দিচ্ছে যা বর্তমান অন্তবর্তী সরকারের ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের অঙ্গীকার ও প্রত্যয়কে নস্যাৎ করে দিচ্ছে বলে জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে প্রশাসন ও সাংবাদিকদের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরেন।

উল্লেখ্য- আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাউফলেও উৎসব আমেজপূর্ন নির্বাচনী হাওয়া বইছে কিন্তু বিএনপির সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের চিরচেনা আসন। তিনি ইউপি চেয়ারম্যান থেকে দুই দুইবার উপজেলা চেয়ারম্যান আবার একচান্চে এমপি হয়েছেন এই পটুয়াখালী- ২ বাউফল আসনে। তিনি বলেছেন শহিদুল আলম তালুকদার কখনো পরাজয় শিখেননি। সেই লক্ষ্যে কেন্দ্র ও জেলা বিএনপির দিকনির্দেশনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদেরও জনপ্রিয়তা তুঙ্গে। চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটা ইউনিয়ন তথা ওয়ার্ডে ওয়ার্ডে। একদম নতুন প্রার্থী হলেও এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে ঘিরে হঠাৎ বাউফলে দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; মানুষের মাঝে আতঙ্ক

আপডেট সময়: ০২:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগি বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য ও জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার হাসান দালাল মার্কেটে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাউফল পাবলিক মাঠ সংলগ্ন বাংলাবাজারস্থাহ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, জামায়াত তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে অভিযুক্তরা নিজের দোকান ভেঙে নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। এছাড়া নিজেরাই নিজেদের ক্ষতবিক্ষত করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জামায়াত-আওয়ামী লীগের কতিপয় লোকজন এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আগামী (১২ ফেব্রুয়ারী ২০২৬) খ্রিঃ তারিখ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ভোট প্রদানের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। কিন্তু বিএনপি প্রার্থীর বিভিন্ন উস্কানিমূলক এবং জামায়াত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য, প্রকাশ্যে ও ইঙ্গিতে দেয়া প্রচ্ছন্ন হুমকি নেতা কর্মীদের কর্তৃক চন্দ্রদ্বীপসহ বাউফলের নানা স্থানে জামায়াত কর্মীদের মারধর, হুমকি-ধামকি, চন্দ্রদ্বীপে কর্মসূচিতে বাঁধাদান ও মারধরের ঘটনার প্রত্যক্ষ দর্শীর দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেয়ায় দোকানে হামলা, লুটপাট এবং দোকানিকে হত্যার উদ্দেশ্যে আক্রমন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় স্বাক্ষীকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ইত্যাদি ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে কুলষিত করে দিচ্ছে যা বর্তমান অন্তবর্তী সরকারের ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের অঙ্গীকার ও প্রত্যয়কে নস্যাৎ করে দিচ্ছে বলে জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে প্রশাসন ও সাংবাদিকদের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরেন।

উল্লেখ্য- আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাউফলেও উৎসব আমেজপূর্ন নির্বাচনী হাওয়া বইছে কিন্তু বিএনপির সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের চিরচেনা আসন। তিনি ইউপি চেয়ারম্যান থেকে দুই দুইবার উপজেলা চেয়ারম্যান আবার একচান্চে এমপি হয়েছেন এই পটুয়াখালী- ২ বাউফল আসনে। তিনি বলেছেন শহিদুল আলম তালুকদার কখনো পরাজয় শিখেননি। সেই লক্ষ্যে কেন্দ্র ও জেলা বিএনপির দিকনির্দেশনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদেরও জনপ্রিয়তা তুঙ্গে। চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটা ইউনিয়ন তথা ওয়ার্ডে ওয়ার্ডে। একদম নতুন প্রার্থী হলেও এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে ঘিরে হঠাৎ বাউফলে দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক।