ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবীতে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও তেল সম্পদ লুন্ঠনের প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা রাতে লঞ্চঘাট চত্বর থেকে পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টি, বাসদ ও বাংলাদেশ জাসদসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মতলেব মোল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাসদ এর সমন্বয়কারী এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সমীর কর্মকার ও সাংগঠনিক সম্পাদক সুভাষ নাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে ও মাদুরোর স্ত্রীকে তুলে নেয়ার তীব্র নিন্দা জানান এবং মার্কিনীদের সন্ত্রাসী কর্মকান্ড ও লুন্ঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জালাল আহমেদ: 













