গত ১ জানুয়ারী পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর উপস্থিতে পটুয়াখালী-১ আসনসহ জেলার ৪টি আসনের মনোনয়ন পত্র যাচাই করা হয়।
যাচাই-বাছাইতে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাইতে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মঞ্জু এর মনোনয়ন পত্রে ১% ভোটার সূচকে একাধিক স্বাক্ষর সঠিক না হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পটুয়াখালী-১ আসনে বৈধ ৮ জন প্রার্থী হলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমীর অ্যাড. মোঃ নাজমুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ ফিরোজ আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত বাংলাদেশ জাসদ এর প্রার্থী গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান ও জাতীয় পার্টর আঃ মান্নান হাওলাদার। এ সকল প্রার্থীরা নির্বাচনের মাঠে নামার জন্য সকল প্রস্তুতি নিচ্ছেন।
জালাল আহমেদ: 













