পটুয়াখালীর স্বনির্ভর রোড এলাকায় সরকারি জমি লিজ নিয়ে দীর্ঘদিন বসবাসকারী বাস্তুহারাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুনর্বাসন নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাস্তহারাদের।
শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে “স্বনির্ভর রোডস্থ বাস্তহারা ও অসহায় পরিবারবর্গ” নামক সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোতাহার আকন, রাহিমা খাতুন, সাগর চন্দ্র শীল ও ইব্রাহিম হাওলাদারসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা পটুয়াখালী স্বনির্ভর রোডের নদী তীরবর্তী সরকারি জমিতে লিজ নিয়ে বসবাস করলেও কোনো বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়াই বারবার তাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। গত সোমবার বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ মাইকিং করে তাদের ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বাস্তহারা জনতা অভিযোগ করেন, ভূমিহীন এসব পরিবার মাথা গোঁজার ঠাই হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। উচ্ছেদের কারণে তাদের জীবনযাত্রা ও জীবিকার সংকট তৈরি হচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি আবার উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচী পালনের হুশিয়ারি করেন মানববন্ধনে অংশগ্রহনকারি জনতা।
জালাল আহমেদ: 














