তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাতের কামনায় পটুয়াখালী জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা বাদ মদিনা জামে মসজিদে দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, মিজানুর রহমান, মো. জিয়াউল ফারুক, আলমগীর হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বাস মালিক সভাপতি মো. বশির মৃধা, সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ ও আল আমিন হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু ইউছুফ। এ ছাড়াও সকল মসজিদ সমূহে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
জালাল আহমেদ: 














