সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় দোয়া মোনাজাত পূর্ব বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি পটুয়াখালী-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুূদ আহমেদ বায়জীদ পান্না, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব শাহ আলম সিকদার, যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান সাদ্দাম মৃধা, যুগ্ম আহবায়ক এম সোহেল রানা, যুগ্ম আহবায়ক মোসাঃ উর্মি ইসলাম, পৌর শাখা কমিটির সদস্য সচিব আবদুল কাইয়ুম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রুম্মান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ মহসিন ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার একোয়ার্ডস্টেট জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মাহমুদুল হাসান।
জালাল আহমেদ: 














