ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে পটুয়াখালী-১ (সদর- মির্জাগঞ্জ-দুমকি) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, যুগ্ম আহবায়ক সাদ্দাম মৃধা ও উর্মি আক্তার ও বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিক রাসেল।
বিকেল সাড়ে ৪ টার দিকে গলাচিপা উপজেলা ইউএনও সহকারি রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান এর পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনেও জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থীতার জন্য মনোনয়ন দাখিল করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।
তিনি জানান একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান আছে।
উল্লেখ্য, এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এখানে আরও উল্লেখ্য, বিএনপির নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বলে স্থানীয় ও জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত প্রার্থীর তালিকা সূত্রে জানা গেছে। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জালাল আহমেদ: 














