ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরিফ ওসমান হাদি ও দিপু দাস হত্যাকারীদের বিচার, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের গ্রেফতার ও বিচার এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়ানোর জন্য পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বনানী মোড়স্থ পুরাতন পাবলিক লাইব্রেরির সামনে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদসহ গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, সিপিবি’র সেক্রেটারি সমির কর্মকার ও যুব ইউনিয়নের সভাপতি এম এ হাই আখন্দ প্রমুখ।
এছাড়াও পুরান বাজার, লঞ্চঘাট ও এসডিও রোড মোড়ে পৃথক সমাবেশ করে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতৃবৃন্দ।
জালাল আহমেদ: 














