রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় যুবদল নেতা রিমানুল ইসলাম রিমুর নির্দেশনায় পটুয়াখালী সদর উপজেলাধীন ১০ নং মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০নং মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিঠু মৃধা এবং সঞ্চালনা করেন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন মিয়া, পলাশ মাহমুদ ও মোঃ কাশেম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা দেশের জন্য বেগম জিয়ার অবদান ও গুরুত্ব তুলে ধরেন এবং তিনি যাতে রোগমুক্ত ও দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন এই কামনা করেন।
সুনিল সরকার, পটুয়াখালী: 














