বিজয় মাসের শুরুতে পটুয়াখালী জেলা প্রশাসক কর্তৃক ১৫ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা হিসেবে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নুসরাত জাহান এথিনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান খান, অসুস্থ বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফোরকান আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সরদার খালেকসহ অসুস্থ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
জেলা প্রশাসক কর্তৃক অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














