পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যান সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতেও মাঠ কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয়ের সামনে প্রস্তাবিত বিধি নিয়োগ দ্রুত বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের পরিবার কল্যান পরিদর্শিকা(FWV), পরিবার কল্যান সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) দের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, পরিবার কল্যান সহকারী আরিফা সুলতানা, তানজিলা আক্তার অশ্রু, মাসুমা বেগম ও সারমিন নাহার নিপু প্রমুখ মাঠকর্মী।
মোঃ কামাল হোসেনসহ মাঠকর্মীরা বলেন, “আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত মাঠকর্মী হিসেবে দীর্ঘদিন সার্বক্ষনিক বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রন, মা ও শিশু মৃত্যু হ্রাসে স্বাস্থ সেবা প্রদান, গর্ভকালীন নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই)-তে দায়িত্ব পালনসহ স্বাস্থ বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ন সেবা প্রদান করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের চাকুরী রাজস্বখাতভুক্ত হলেও নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যান পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। ফলে আমরা বেতন গ্রেড উন্নীতকরন, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।”
আন্দোলনরত মাঠকর্মীরা বর্তামান সরকারের কাছে প্রস্তাবিত দাবী বাস্তবায়নের জন্য জোর দাবী করেন। এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ারী করেন অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনকারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠকর্মীরা।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














