জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ লকডাউনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পথসভা এবং মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ৯ টায় ২ নং বাঁধঘাট এলাকায় পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাঁধঘাটে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর পটুয়াখালী-১ আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারী শহিদুল ইসলাম আল কায়সারী, সহকারী সেক্রেটারী অধ্যাপক আলমগীর হোসাইন, সহকারী সেক্রেটারী এবিএম সাইফুল্লাহ, পৌর কমিটির আমীর মাওঃ আবুল বাশার, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান ও পৌর সভার মেয়র প্রার্থী সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান প্রমুখ।
সভায় বক্তারা পতিত ফ্যাসিস্টদের দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় তথাকথিত লকডাউন প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এছাড়াও বিকাল ৩ টায় লকডাউনের প্রতিবাদে জেলা ইসলামী আন্দোলন মোটর সাইকেল মহড়া দেয়। বুধবার দিবাগত রাতে জেলা শ্রমিক দল ও ছাত্রদলও মিছিল করেছে।
পটুয়াখালীতে লকডাউনের কোন প্রভাব পড়েনি।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














