জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ব্যক্তিত্ব ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও কেককাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে ১ ফুট প্রস্থে ও ৪ ফুট দৈর্ঘ্যের কেক কেটে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণকে খাওয়ান জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার, ১ নং সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ পাশা ও সদর উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুল কাউমসহ নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ বাচ্চু মৃধা, যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম সদস্য সচিব মোঃ শামীম, পৌর কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
এ সময় নেতৃবৃন্দ জেলাবাসীকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান এবং আগামী সংসদ নির্বাচনে বিশেষ করে পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুরুকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য পটুয়াখালী-৩ আসনের গলাচিপা ও দশমিনা উপজেলার ভোটার সাধারণের প্রতি আহবান জানান জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 








