০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলায় ২৪৩৭ টি কেন্দ্রে টাইফয়েড টিকাদান শুরু 

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সারাদেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার ৮টি উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৮০ হাজার ১২০জনসহ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আল মাসুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  এন এম নাহিদ আল রাকিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, জেলা  স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।

জেলায় ২৪৩৭টি কেন্দ্রের প্রতিকেন্দ্রে ৫ জন করে মোট ১২,১৮৫ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে নিয়োজিত আছেন বলে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া জানান।

এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকার মাধ্যমে আমাদের শিশু-কিশোররা এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য  ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে সহযোগিতা করতে হবে।”

Tag:
আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর টাউন বহালগাছিয়া সঃ প্রাঃ স্কুলে চিত্রাংকন ও স্কুল ফিডিং অনুষ্ঠিত 

error: Content is protected !!

পটুয়াখালী জেলায় ২৪৩৭ টি কেন্দ্রে টাইফয়েড টিকাদান শুরু 

আপডেট সময়: ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সারাদেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার ৮টি উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৮০ হাজার ১২০জনসহ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আল মাসুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  এন এম নাহিদ আল রাকিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, জেলা  স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।

জেলায় ২৪৩৭টি কেন্দ্রের প্রতিকেন্দ্রে ৫ জন করে মোট ১২,১৮৫ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে নিয়োজিত আছেন বলে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া জানান।

এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকার মাধ্যমে আমাদের শিশু-কিশোররা এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য  ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে সহযোগিতা করতে হবে।”