সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুর কর্তৃক, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মৌলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক প্রধান আসামী ১। গোবিন্দ ঘরামী(৩৫) পিতা- রঙ্গেশ্বর ঘরামী, সাং- গোসিংগা, থানা-বাউফল, জেলা- পটুয়াখালী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায় বাদীর সাথে বিবাদীদের সহিত দীর্ঘ দিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ ছিলো। এরই ধারাবাহিকতায় গত ২১/০৩/২০২৫ ইং বিবাদীগন বেআইনি ভাবে মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বাদীর বসত ঘরে আসিয়া এলোপাথারি কোপাইয়া ভিকটিমকে সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় ভিকটিম মোঃ শাহ আলম রাঢ়ীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন যা পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং- ২২, তারিখ ২৩/০৩/২০২৫ইং ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/ ৩০৭/ ৩৫৪/৫০৬/১০৯ পেনাল কোড । চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ শাহ আলম রাঢ়ী মৃত্যুবরণ করায় ধারা ৩০২ পেনাল কোড সংযোজিত হয়।
আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য বাসন থানা, জিএমপি, গাজীপুর হস্তান্তর করা হয়।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ 








