০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাত দফা দাবিতে পটুয়াখালীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সাত দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি  শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কস্থ চৌরাস্তায় গিয়ে অবস্থান কর্মসূচী পালন করে।

পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক শিক্ষার্থী মহাসড়কের চৌরাস্তা মহাসড়কের উপর  অবস্থান নিয়ে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধনসহ ৭ দফা দাবীতে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এসময় সড়ক দিয়ে আধা ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীদের অন্যদাবী সমূহের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদী আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা, কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের ব্যবস্থা করা।

Tag:
আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর টাউন বহালগাছিয়া সঃ প্রাঃ স্কুলে চিত্রাংকন ও স্কুল ফিডিং অনুষ্ঠিত 

error: Content is protected !!

সাত দফা দাবিতে পটুয়াখালীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময়: ১০:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সাত দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি  শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কস্থ চৌরাস্তায় গিয়ে অবস্থান কর্মসূচী পালন করে।

পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক শিক্ষার্থী মহাসড়কের চৌরাস্তা মহাসড়কের উপর  অবস্থান নিয়ে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধনসহ ৭ দফা দাবীতে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এসময় সড়ক দিয়ে আধা ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীদের অন্যদাবী সমূহের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদী আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা, কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের ব্যবস্থা করা।