কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটায় দুই নারী পর্যটকের অজান্তে সাগরে গোসলের দৃশ্যের ভিডিও ধারণকালে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে এই দন্ড কার্যকর করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড কার্যকর করেন।
তিনি জানান, পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক ওই ব্যক্তিকে এই দন্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে নারী পর্যটকের গোসলের দৃশ্য ভিডিও ধারণকালে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রুবেলকে আটক করেন এবং হাজির করেন ভ্রাম্যমাণ আদালতে। দন্ডিত রুবেলের বাড়ি বরগুনা জেলায়।
কুয়াকাটা প্রতিনিধি: 








