১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় সাংবাদিকসহ ৪ জনকে পি*টিয়ে জ*খম

  • রিপন মালী, বরগুনাঃ
  • আপডেট সময়: ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

রিপন মালী, বরগুনা: বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এক সাংবাদিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুপতি এলাকার ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে সাংবাদিক জামাল মীর পরিবারের জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের চেষ্টা করলে সাংবাদিক জামাল মীরের পরিবারকে কুদ্দুস মীরের অনুসারীরা বাধা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় সাংবাদিক জামালের বাবা, মা ও ভাই মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে জামালকেও হামলা করা হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দিলেও আজকের হামলা ছিলো সবচেয়ে ভয়াবহ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag:
আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বরগুনায় সাংবাদিকসহ ৪ জনকে পি*টিয়ে জ*খম

আপডেট সময়: ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রিপন মালী, বরগুনা: বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এক সাংবাদিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুপতি এলাকার ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে সাংবাদিক জামাল মীর পরিবারের জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের চেষ্টা করলে সাংবাদিক জামাল মীরের পরিবারকে কুদ্দুস মীরের অনুসারীরা বাধা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় সাংবাদিক জামালের বাবা, মা ও ভাই মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে জামালকেও হামলা করা হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দিলেও আজকের হামলা ছিলো সবচেয়ে ভয়াবহ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।