০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্ণার উদ্বোধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে  জনগণের সুবিধার্থে নির্দিষ্ট ফি (সার্ভিস চার্জ) এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন।

বৃহষ্পতিবার বিকাল ৩ টায়  পানি উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনের পানির ট্যাংকির দক্ষিণ পাশে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) এএসএম নুরুল আখতার নিলয়, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জাহান উর্মি, সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার ও সহকারি কমিশনার (রেকর্ড রুম) নুসরাত জাহান এথিনা।

এ কেন্দ্রে ভূমি সেবায় সরকারকে প্রদেয় ফি এর মধ্যে রয়েছে- নামজারি বাবদ ফি হচ্ছে কোর্ট ফি বাবদ -২০ টাকা, নোটিশ জারি বাবদ ফি- ৫০ টাকা, ডিসিআর ফি- ১১০০ টাকা, অনলাইনে থাকা সাপেক্ষে খতিয়ান,পর্চার কপি গ্রহণ বাবদ ফি হচ্ছে, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (ডাকযোগে) -১৪০ টাকা, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (জেলা প্রশাসকের কার্যালয় হতে গ্রহন) বাবদ -১০০ টাকা, প্রতিটি অনলাইন খতিয়ানের কপি ( সার্টিফাইড নয়) -১০০ টাকা, মৌজা ম্যাপ/ নকশা( ডাকযোগে) ফি- ৬৩০ টাকা,  মৌজা ম্যাপ/নকসা(ভূমি ভবন,তেজগাঁও হতে গ্রহন) ফি-৫২০ টাকা, ভূমি উন্নয়ন কর/ ভূমিসেবা প্রদানে নিবন্ধন ফি -৫০ টাকা, ইউনিশন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তি দায়ের বাবদ -২০ টাকা, করদাতাকে দাখিলার প্রিন্ট কপি সরবরাহ ফি -২০ টাকা, নামজারি মামলা দায়েরের অনলাইনে আবেদন পূরন ও কাগজাদি আপলোড ফি- ২৮০ টাকা, অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরন এবং অনলাইনে নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহে ফি-১০০ টাকা, নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরন ও দাখিল ফি-১২০ টাকা, নক্সার মাধ্যমে খাস জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন, বন্দোবস্তের আবেদন দাখিল ফি-১২০ টাকা, কবুলিয়ত ফরম পূরন ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর দাখিলের ফি-৮০ টাকা, অর্পিত সম্পত্তি লিজ/ নবায়ন আবেদন পূরন ও দাখিলের ফি-১২০ টাকা, পরিত্যাক্ত সম্পত্তি লিজ /ভাড়ার আবেদন পূরন ও দাখিল বাবদ ফি-১২০ টাকা, সায়রাতমহল লিজ সংক্রান্ত আবেদন পূরন ও দাখিল- ১২০ টাকা, মৌজা ম্যাপ বা নক্সার আবেদন প্রস্তুত, দাখিল ও ফি জমা এবং নক্সা বা ম্যাপ গ্রহন ও বিতরনে -১২০ টাকা এবং বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড ও দাখিল ফি-১২০ টাকা। এছাড়া দৃবিতীয় বা এর অধিক কপি প্রিন্টের জন্য প্রতি কপি -২০ টাকা সহায়তা কর্তৃক আদায়যোগ্য হবে।

ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন কালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ভূমি সেবা সহজকরনে সরকার কর্তৃক অনুমোদিত ভূমিসেবা কেন্দ্রে ভূমিসেবা প্রত্যাশী জনগনের কাছ থেকে সরকারের নির্দিষ্ট ফি এর চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন, পরীক্ষা বন্ধ, অভিভাবকরা উদ্বিগ্ন 

error: Content is protected !!

পটুয়াখালীতে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্ণার উদ্বোধন

আপডেট সময়: ০৪:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে  জনগণের সুবিধার্থে নির্দিষ্ট ফি (সার্ভিস চার্জ) এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন।

বৃহষ্পতিবার বিকাল ৩ টায়  পানি উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনের পানির ট্যাংকির দক্ষিণ পাশে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) এএসএম নুরুল আখতার নিলয়, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জাহান উর্মি, সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার ও সহকারি কমিশনার (রেকর্ড রুম) নুসরাত জাহান এথিনা।

এ কেন্দ্রে ভূমি সেবায় সরকারকে প্রদেয় ফি এর মধ্যে রয়েছে- নামজারি বাবদ ফি হচ্ছে কোর্ট ফি বাবদ -২০ টাকা, নোটিশ জারি বাবদ ফি- ৫০ টাকা, ডিসিআর ফি- ১১০০ টাকা, অনলাইনে থাকা সাপেক্ষে খতিয়ান,পর্চার কপি গ্রহণ বাবদ ফি হচ্ছে, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (ডাকযোগে) -১৪০ টাকা, প্রতিটি সার্টিফাইড খতিয়ানের কপি (জেলা প্রশাসকের কার্যালয় হতে গ্রহন) বাবদ -১০০ টাকা, প্রতিটি অনলাইন খতিয়ানের কপি ( সার্টিফাইড নয়) -১০০ টাকা, মৌজা ম্যাপ/ নকশা( ডাকযোগে) ফি- ৬৩০ টাকা,  মৌজা ম্যাপ/নকসা(ভূমি ভবন,তেজগাঁও হতে গ্রহন) ফি-৫২০ টাকা, ভূমি উন্নয়ন কর/ ভূমিসেবা প্রদানে নিবন্ধন ফি -৫০ টাকা, ইউনিশন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তি দায়ের বাবদ -২০ টাকা, করদাতাকে দাখিলার প্রিন্ট কপি সরবরাহ ফি -২০ টাকা, নামজারি মামলা দায়েরের অনলাইনে আবেদন পূরন ও কাগজাদি আপলোড ফি- ২৮০ টাকা, অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরন এবং অনলাইনে নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহে ফি-১০০ টাকা, নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরন ও দাখিল ফি-১২০ টাকা, নক্সার মাধ্যমে খাস জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন, বন্দোবস্তের আবেদন দাখিল ফি-১২০ টাকা, কবুলিয়ত ফরম পূরন ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর দাখিলের ফি-৮০ টাকা, অর্পিত সম্পত্তি লিজ/ নবায়ন আবেদন পূরন ও দাখিলের ফি-১২০ টাকা, পরিত্যাক্ত সম্পত্তি লিজ /ভাড়ার আবেদন পূরন ও দাখিল বাবদ ফি-১২০ টাকা, সায়রাতমহল লিজ সংক্রান্ত আবেদন পূরন ও দাখিল- ১২০ টাকা, মৌজা ম্যাপ বা নক্সার আবেদন প্রস্তুত, দাখিল ও ফি জমা এবং নক্সা বা ম্যাপ গ্রহন ও বিতরনে -১২০ টাকা এবং বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড ও দাখিল ফি-১২০ টাকা। এছাড়া দৃবিতীয় বা এর অধিক কপি প্রিন্টের জন্য প্রতি কপি -২০ টাকা সহায়তা কর্তৃক আদায়যোগ্য হবে।

ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন কালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ভূমি সেবা সহজকরনে সরকার কর্তৃক অনুমোদিত ভূমিসেবা কেন্দ্রে ভূমিসেবা প্রত্যাশী জনগনের কাছ থেকে সরকারের নির্দিষ্ট ফি এর চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।