১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বগা বাজারে বৃষ্টিতে ভিজে নিহতদের পরিবারের সদস্যরাসহ শত শত মানুষ উপস্থিত হয়ে যুবদল নেতা মনির মৃধা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও জোড়া খুনের খালাসের রায় বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আনিসুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি সিকদার, সদস্য কালাম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদার, বগা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক সন্যামত, বগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিস মৃধা, বাউফল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, যুবদল নেতা জালাল হাওলাদার, কাজী ইলিয়াস, মাসুদ সিকদার ও শামিম মৃধা প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য রাখেন নিহত যুবদল নেতা মনির মৃধার শ্যালক মুহাম্মাদ জাকির হুসাইন, স্ত্রী শাহিনুর, মেয়ে সুমাইয়া আক্তার স্বর্ণা, নিহত স্কুল শিক্ষক দেলোয়ার হোসেনের ভাই মিলন মুন্সী, ছেলে ইনজামুল হক দোলন, নিহত প্রভাষক জলিল মুন্সীর ছেলে সাদমান সাকিব।

বক্তারা বাউফল উপজেলাট ৭নং বগা ইউনিয়নে ত্রিপোল মার্ডার এর প্রধান আসামী বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি দাবী করেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, গত ২০০১ সালের ৮ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকান্ডে মোতালেব হাওলাদার ও তার ছেলে হাসান বাহিনী তৎকালীন বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মজিবুর রহমান মুন্সির ছোট ভাই মাধবপুর নিশিকান্ত হাইস্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মুন্সি এবং তার ভাতিজা দুমকী জনতা কলেজের প্রভাষক আঃ জলিল মুন্সিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করে বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও তার ছেলে মাহমুদুল হাসান ।

বক্তারা নিহত স্কুল শিক্ষক দেলোয়ার মুন্সি ও প্রভাষক জলিল মুন্সি (জোড়া) খুন মামলায় মোতালেব গংদের হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল চেয়ে যাবজ্জীবন সাজা বহাল রেখে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

মানববন্ধনে নিহত দেলোয়ার মুন্সির ছেলে দোলন আবেগজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যখন খুন করে তখন আমার বয়স ছিল ৫ বছর। বাবার আদর, স্নেহ, সোহাগ ভালবাসা কিছুই পাইনি। অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে। এখন আমার বয়স ২৩ বছর। আমাকে যারা পিতৃহারা করেছে বর্তমান সরকারের কাছে আমার বাবার খুনী মতলেব হাওলাদারের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

অপরদিকে নিহত জলিল মুন্সির বড় ছেলে সাদমান সাকিব বলেন, স্বৈরাচারী শাসনামলে অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে সবকিছু জিম্মি ও কুক্ষিগত করে রেখেছিল তারা। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট সরকারের দোসর ও খুনী মতলেব হাওলাদারগংদের গ্রেফতার করে দৃষ্টানৃতমূলক শাস্তির দাবী করেন বাবাহারা সাদমান শাকিব।

মানববন্ধনে নিহত মনির মৃধার শ্যালক জাকির হোসাইন বলেন, নিহত মনির মৃধা আমার ভগ্নিপতি। গত ২০১৩ সালের ৫ই আগষ্ট প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের সন্ত্রাসী মোতালেব হাওলাদার বাহিনী বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ঈদ শুভেচ্ছা পোষ্টার লাগানোর অজুহাতে যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার পুত্র মনির মৃধা ও তার শ্যালক ছাত্রনেতা জাকির হুসাইনকে খুনের উদ্দেশ্যে নির্মম ভাবে প্রকাশ্যে হামলা চালায়। এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ আগষ্ট মনির মৃধা মৃত্যু বরণ করেন। এ হত্যাকান্ডে সরসরি জড়িত খুনী মতলেবসহ অন্যসব খুনীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি চেয়েছেন তিনি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

পটুয়াখালীতে যুবদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

আপডেট সময়: ১২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বগা বাজারে বৃষ্টিতে ভিজে নিহতদের পরিবারের সদস্যরাসহ শত শত মানুষ উপস্থিত হয়ে যুবদল নেতা মনির মৃধা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও জোড়া খুনের খালাসের রায় বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আনিসুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি সিকদার, সদস্য কালাম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদার, বগা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক সন্যামত, বগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিস মৃধা, বাউফল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, যুবদল নেতা জালাল হাওলাদার, কাজী ইলিয়াস, মাসুদ সিকদার ও শামিম মৃধা প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য রাখেন নিহত যুবদল নেতা মনির মৃধার শ্যালক মুহাম্মাদ জাকির হুসাইন, স্ত্রী শাহিনুর, মেয়ে সুমাইয়া আক্তার স্বর্ণা, নিহত স্কুল শিক্ষক দেলোয়ার হোসেনের ভাই মিলন মুন্সী, ছেলে ইনজামুল হক দোলন, নিহত প্রভাষক জলিল মুন্সীর ছেলে সাদমান সাকিব।

বক্তারা বাউফল উপজেলাট ৭নং বগা ইউনিয়নে ত্রিপোল মার্ডার এর প্রধান আসামী বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি দাবী করেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, গত ২০০১ সালের ৮ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকান্ডে মোতালেব হাওলাদার ও তার ছেলে হাসান বাহিনী তৎকালীন বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মজিবুর রহমান মুন্সির ছোট ভাই মাধবপুর নিশিকান্ত হাইস্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মুন্সি এবং তার ভাতিজা দুমকী জনতা কলেজের প্রভাষক আঃ জলিল মুন্সিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করে বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও তার ছেলে মাহমুদুল হাসান ।

বক্তারা নিহত স্কুল শিক্ষক দেলোয়ার মুন্সি ও প্রভাষক জলিল মুন্সি (জোড়া) খুন মামলায় মোতালেব গংদের হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল চেয়ে যাবজ্জীবন সাজা বহাল রেখে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

মানববন্ধনে নিহত দেলোয়ার মুন্সির ছেলে দোলন আবেগজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যখন খুন করে তখন আমার বয়স ছিল ৫ বছর। বাবার আদর, স্নেহ, সোহাগ ভালবাসা কিছুই পাইনি। অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে। এখন আমার বয়স ২৩ বছর। আমাকে যারা পিতৃহারা করেছে বর্তমান সরকারের কাছে আমার বাবার খুনী মতলেব হাওলাদারের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

অপরদিকে নিহত জলিল মুন্সির বড় ছেলে সাদমান সাকিব বলেন, স্বৈরাচারী শাসনামলে অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে সবকিছু জিম্মি ও কুক্ষিগত করে রেখেছিল তারা। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট সরকারের দোসর ও খুনী মতলেব হাওলাদারগংদের গ্রেফতার করে দৃষ্টানৃতমূলক শাস্তির দাবী করেন বাবাহারা সাদমান শাকিব।

মানববন্ধনে নিহত মনির মৃধার শ্যালক জাকির হোসাইন বলেন, নিহত মনির মৃধা আমার ভগ্নিপতি। গত ২০১৩ সালের ৫ই আগষ্ট প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের সন্ত্রাসী মোতালেব হাওলাদার বাহিনী বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ঈদ শুভেচ্ছা পোষ্টার লাগানোর অজুহাতে যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার পুত্র মনির মৃধা ও তার শ্যালক ছাত্রনেতা জাকির হুসাইনকে খুনের উদ্দেশ্যে নির্মম ভাবে প্রকাশ্যে হামলা চালায়। এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ আগষ্ট মনির মৃধা মৃত্যু বরণ করেন। এ হত্যাকান্ডে সরসরি জড়িত খুনী মতলেবসহ অন্যসব খুনীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি চেয়েছেন তিনি।