
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন কর্মসূচী চলছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পটুয়াখালী সদর উপজেলা শাখার আয়োজনে ২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালনকালে ৬ দফা দাবী বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক পটুয়াখালী সদর উপজেলার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোশতাক মাহমুদ, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন বরিশাল বিভাগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস, জেলা শাখার সদস্য মহসিন মাহমুদ, সদর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা ফেরদৌস, সহ- সভাপতি সোহরাব হোসাইন, সদস্য দেলোয়ার বিশ্বাস, সভাপতি রাশিদা পারভীন, সদর উপজেলা পরিদর্শক এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইত্তেক জাহান শিরিন প্রমুখ।
বক্তারা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী করেন।
 
																			 
																		 জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
																জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ								 
 
             
















