জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীত করনসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে জেলা পর্যায় স্বাস্থ্য সহকারী ও সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবলার (৮ জুলাই) বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তিন শতাধিক স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শক নারী- পুরুষ অংশগ্রহন করেন।
এ সময় উক্তদাবী দ্রুত সময় বাস্তবায়ন করার দাবীতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক শামীম হাওলাদার, সদস্য মোহসীন মাহমুদ, জেলা স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক ইশতেজাহান শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্বাস্থ্য সহকারি জুলিয়া নাসরিন, খলিলুর রহমান ও দেলোয়ার বিশ্বাস প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে অংশগ্রহকারীরা, স্বাস্থ্য সহকারিদের অবদান -দেশব্যাপী টিকাদান, শিক্ষার চেয়ে স্বাস্থ্য বড়- করোনা মোদের বুঝিয়ে দিল, ভ্যাকসিন হিরো পুরস্কার স্বাস্থ্য সহকারির অবদান, গ্রেড বৈষম্যের ঠাঁই নাই, নিয়োগ বিধি সংশোধন চাই প্রভৃতি শ্লােগানে এলাকা মুখরিত করে তোলেন। বক্তারা অবিলম্বে তাদের ৬ দফা বাস্তবায়নের জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবী করেন।