স্টাফ রিপোর্টারঃ সারাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সাম্ভাব্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে পটুয়াখালীর আট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন ঘোষিত সাম্ভাব্য তারিখ মোতাবেক প্রথম ধাপে পটুয়াখালীর কোন উপজেলা এই তালিকায় নেই। তবে দ্বিতীয় ধাপে দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলা, তৃতীয় ধাপে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা এবং চতুর্থ ধাপে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।