পটুয়াখালী প্রতিনিধিঃ শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে আসন্ন ১৩ নং ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম সরওয়ার এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) শৌলা তার নিজ বাড়ীতে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাড. হুমায়ুন কবির, সাবেক চেয়ারময়ান, কমলাপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ আউয়াল আকন, সভাপতি ভুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, জনাব কে এম সরওয়ার ৭ বার ইউপি সদস্য হিসেবে প্রায় ৪০ বছর জনগনের সেবায় নিয়োজিত আছেন। ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি অবিবাহিত থাকাকালীন সময় থেকেই জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি, সুখ দুঃখে মানুষের সাথে থেকেছি। বিশেষ করে অসহায় গরীব মানুষকে আমি বুকে আগলে রেখে পথ চলেছি। শেষ বয়সে চেয়ারম্যান হিসেবে সকলের দোয়া আর ভালোসা নিয়ে ১৩ নং ভুরিয়া ইউনিয়ন কে একটি স্মার্ট ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।”