সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ মাধ্যমিকের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে ১২ মে (রবিবার)। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মে (রবিবার) সকাল ১০ টায় গণভবনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হবে। তারপরই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করবেন। এরপরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১২ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন বা দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১২ মের মধ্যেই এসএসসির রেজাল্ট প্রকাশ করার কথা।