1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাউফলে পানিতাল কাটতে গিয়ে গাছ থেকে পরে যুবকের মৃ*ত্যু বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগ, কিশোর গ্যাং ও আওয়ামী পরিবারের সন্তানদের পদপদবী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ডিগ্রি সমমানের দাবিতে নার্সিং দিবস বয়কট, শাটডাউনের হুশিয়ারী পটুয়াখালীর বাজারে ইলিশ মাছের দেখা নাই, চাষ মাছের দাম ঊর্ধ্বমুখী পটুয়াখালীতে ৪ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী

১০ম গ্রেড দাবীতে পটুয়াখালীতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের পূর্ন দিবস কর্মবিরতি ও ধর্মঘট শুরু

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/ সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের পূর্নদিবস কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচী শুরু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর ) জেলা প্রশাসক কার্যালয় ভবনের নীচতলায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর উদ্যোগে চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় ঘোষিত ৭ অক্টোবর হতে অনির্দিস্ট কালের জন্য (দাবী না মানা পর্যন্ত) পূর্নদিবস কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচী শুরু করেছে আন্দোলনকারী বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন ভূমি অধিগ্রহন (এলএ) শাখার সার্ভেয়ার মো. আরিফুল হক খোকন, সার্ভেয়ার মো. আসাদুর রহমান, ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. সাদ্দাম হোসাইন, সার্ভেয়ার মো. মজিবুর রহমান, সার্ভেয়ার মো. নজরুল ইসলাম, সার্ভেয়ার আনিচুর রহমান, সার্ভেয়ার মো. ফারুক হোসেন প্রমুখ।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার বিশ্বজিৎ, সার্ভেয়ার মরিয়ম, সার্ভেয়ার খাইরুল হাসান, সার্ভেয়ার (বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার (সড়ক) মো. নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদসমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবী করেন বক্তারা। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট