সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ সারাদেশব্যাপী ৩ দিনের হিট এ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। গত কদিন ধরেই প্রচণ্ড দাবদাহ চলছে দেশের সব অঞ্চলেই। এতে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় সারাদেশব্যাপী ৩ দিনের সতর্কতামূলক হিট এ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। হিট এ্যালার্টে বলা হয়েছে- দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে জানানো হয়েছে সতর্কবার্তায়। কিন্তু, এমন পরিস্থিতিতেই আগামীকাল রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই তীব্র গরমে শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকগণ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি।
উল্লেখ্য, তীব্র গরমের কারনে ভারতের পশ্চিমবঙ্গের সরকারী স্কুলগুলোতে চলতি মাসের ২২ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, বেসরকারী স্কুলগুলোকেও এই ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে। তীব্র দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের এমন সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে অভিভাবকগণ বলছেন, বাংলাদেশেও তীব্র দাবদাহ না কমা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হোক।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছিলো। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলোও ছুটিতে বন্ধ হয়েছিলো কিন্তু প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় ছুটি শুরু হয়েছিলো ২২ মার্চ থেকে।