ষ্টাফ রিপোর্টারঃ বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করবেন বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) তার জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হবে। বুধবার (১৭ এপ্রিল) মিন্নির অন্যতম আইনজীবী অ্যাড. মোঃ শাহিনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
অ্যাড. মোঃ শাহিনুজ্জামান জানান, “রোববার মিন্নির জামিন আবেদন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দেওয়া হবে। এদিকে মিন্নির আগের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্য তালিকায় এসেছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্য তালিকা বিষয়টি ৪৯৭ নম্বর ক্রমিকে রয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ৮ মে বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেন। তবে জামিন আবেদনটি কার্যতালিকায় আসলেও পরে আর শুনানি হয়নি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মিন্নি বর্তমানে কারাগারে রয়েছে।