1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
যুবদল নেতা হ*ত্যার প্রতিবাদে বাউফলে জামায়াত-শিবির এর বিরুদ্ধে বিএনপির বিক্ষো*ভ পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা এ্যাড. উজ্জ্বল বোস গ্রেফতার বাউফলে ই*য়া*বাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আ*টক পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টিপাতের কারনে জলাবদ্ধতা; বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত এসএসসিতে পটুয়াখালীর ৪ স্কুলের সবাই ফেল; জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ গৌরনদীতে মাদরাসা ছাত্র মাহফুজ নিখোঁজ ভোলায় যৌথ অভিযানে দেশীয় আ*গ্নেয়া*স্ত্র, তাজা কা*র্তুজ ও চাইনিজ কু*ড়াল*সহ ৩ জনকে আটক করেছে কোষ্ট গার্ড গৌরনদীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে উপকূলে অতি ভারী বৃষ্টিপাত; সমুদ্র বন্দরে ০৩ ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত টানা বর্ষন ও জোয়ারের পানিতে পটুয়াখালীর অধিকাংশ সড়ক এলাকায় হাঁটু পানি; দুর্ভোগে জনসাধারণ  

হবিগঞ্জে মিশুক গাড়ি চালক হত্যার ৫ দিন পর ২ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন; অধরা মূল হত্যাকারী

আকিকুর রহমান রুমন, হবিগঞ্জঃ
  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

আকিকুর রহমান রুমন, হবিগঞ্জঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশা হাওরে দুপুর বেলা এক ইজিবাইক(মিশুক)গাড়ির চালককে হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই হত্যা কান্ডের ঘটনার ৫দিন পর অবশেষে ২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। জানা যায় ১১জানুয়ারি (বৃহস্পতিবার) আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহপুর হাওরে একটি কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন বন্দের রাখাল।
এই বিষয়টি রাখাল এলাকাবাসীসহ স্হানীয় চেয়ারম্যানকে অবগত করেন। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয় এবং সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রথমে কিছু সময় লাশের পরিচয় পাওয়া না গেলেও ঘন্টা খানেক পর লাশের পরিচয় পাওয়া যায়। পাশের উপজেলা বানিয়াচংয়ের ২নং উত্তর পূর্ব পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র উদ্ধার হওয়া ছেলে আরজাহান(১৬) মিয়া। আরজাহান ইজিবাইক (মিশুক) গাড়ির চালক। প্রতিদিনের ন্যায় সে তার পিতাকে কৃষি কাজের জন্য হাওরের জমিতে নামিয়ে দিয়ে আসে সকাল ৮টার দিকে। এবং আজমিরীগঞ্জের শিবপাশা হাওর থেকে দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে। এখানে আরজাহানকে হত্যা করে গাড়িটিও নিয়ে যায় হত্যাকারীরা। এই ঘটনার পর থেকে ঐ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থা বিভিন্ন ইউনিট তদন্তে নামেন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য।
পুলিশ হত্যার রাতেই বানিয়াচং উপজেলার সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কুন্ডরপার এলাকার পরিত্যক্ত একটি স্হান থেকে ব্যাটারি ছাড়া ইজিবাইক (মিশুক) গাড়িটির বডি উদ্ধার করেন। হত্যার পরদিন ১২জানুয়ারি ভোরে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তে শেষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আবজলের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামে নিয়ে আসা হয়। এবং মাগরিবের নামাজের পর চানপাড়া করিমউল্বা জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে পুত্রকে দাফন কাজ সম্পন্ন করেই বশির মিয়া আজমিরীগঞ্জ থানায় উপস্থিত হয়ে নিজে বাদী হয়ে রাত সাড়ে ১২টায় ১৩জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ১১জানুয়ারি ঘটনার পর থেকে পুলিশ জেলার বিভিন্ন স্হানে তদন্ত চালিয়ে বেশকিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এছাড়াও কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয় এবং এসবের চুল-ছেঁড়া বিশ্লেষণ করে গত ১৬জানুয়ারি রাতে ৫ দিন পর এই দুইজনকে সনাক্ত করতে সক্ষম হন। এবং ১৬ জানুয়ারি(মঙ্গলবার)রাতে দুটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এই দুই জন আসামির মধ্যে একজন হলেন গাড়ি চালক। হত্যাকারীদের ব্যাটারিসহ হবিগঞ্জ নিয়ে গিয়েছিলেন। এবং অন্যজন হলেন হত্যাকারীদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করেছিলেন সেই ব্যবসায়ী আঃ সত্তার। পুলিশ তাদেরকে গ্রেফতার করার সময় গাড়ি চালকের গাড়িটিও উদ্ধার করে থানায় নিয়ে যায়। ১৭জানুয়ারি (বুধবার)দুই আসামিকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত দুই আসামি হলো বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মৃত ঘোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার(৩২)ও ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আঃ সত্তার(৬৫) নামের এই দু’জনকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। ১৭জানুয়ারি বুধবার হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামিকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)ডালিম আহমেদ। এছাড়াও মূল হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ তাদের অভিযান করে যাচ্ছিলো বলেও তিনি আলাপকালে বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট