• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

“স্মাট মানিকছড়ি” তৈরী করছে উপজেলার সর্ব বৃহৎ পাবলিক লাইব্রেরী

নিজস্ব প্রতিবেদক / ৪৯৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

“ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল” কবির সেই লাইনটির যেনো বাস্তব প্রতিচ্ছবি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠণ স্মাট মানিকছড়ি।
মাত্র কয়েক মাস আগে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরী স্থাপন করার জন্য সংগঠণটির পক্ষ্য থেকে সহযোগীতা চেয়ে ফেসবুকে স্টাটাস দেওয়া হয়। এর পরই চলে তাদের তৎপরতা। সংগঠণটির আবেদনে সাড়া দিয়ে লাইব্রেরীর জন্য উপজেলা টাউন হলের একটি কক্ষ বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। অল্প দিনেই পাবলিক লাইব্রেরীর জন্য ফান্ডে জমা পড়ে প্রায় এক লক্ষ টাকা সহ ৩শতাধিক বই । ইতিমধ্যেই বরাদ্দ পাওয়া রুমে উপজেলার সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরী সাজানোর কাজ শুরু হয়েছে। আগামী মাসের শেষের দিকে লাইব্রেরী উদ্বোধন করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
“স্মাট মানিকছড়ি” নামের সংগঠণটি ২০১৭ সালের প্রথমে প্রতিষ্ঠা হলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জীবনের ঝুকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমেই মানিকছড়ি উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে প্রায় ১৫জন স্বেচ্ছাসেবক সংগঠণটির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
স্মাট মানিকছড়ির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে উপজেলার বিশিষ্ট জনদের দাবী অরাজনৈতিক ভাব-মূর্তি ধরে রেখে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে জেলার সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠণ হিসেবে আত্ম প্রকাশ করতে পারে সংগঠণটি।
দিগন্ত টাইমস এর সাথে আলাপকালে স্মাট মানিকছড়ির সাধারণ সম্পাদক মোস্তফা আবির জানান, মানবতার কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পথ চলা। সবার সহযোগীতা অব্যাহত থাকলে আমরা আমাদের কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হবো।
উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাড়ানো, সামাজিক অবক্ষয় মূলক কাজের বিরুদ্বে জন-সচেতনতা সৃষ্টি, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যেকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠণটি, এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরও খবর পড়ুন: