জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ডাঃ বজলুর রহমান।
আজ শনিবার সকালে জেলা প্রশাসক ও পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. নূর কুতুবুল আলম এর কাছে স্বেচ্ছায় পদত্যাগ পত্রে অধ্যক্ষ ডাঃ বজলুর রহমান উল্লেখ করেছেন, আমি বিগত ৮ বছর যাবৎ পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার শারিরীক অসুস্থতা ও দৃষ্টিহীনতাজনিত কারনে দায়িত্ব পালনে অক্ষম। তাই তিনি ( ডাঃ বজলুর রহমান) তার পদত্যাগ গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে বিশেষভাবে অনুরোধ করায় জেলা প্রশাসক তার পদত্যাগ পত্র গ্রহন করেন।