মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নে চাচাতো বোন ও তার স্বামী’র সাথে দাম্পত্য কলহের জেরে হানিফ সরদার (২৮) নামের এক সমন্ধীকে টেঁটাবিদ্ধ করার অভিযোগ উঠেছে ভগ্নীপতি হালিম খানের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামাল ফকির বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হানিফ সরদার স্থানীয় আবদুর রহমান সরদারের ছেলে এবং অভিযুক্ত হালিম খান একই এলাকার শাহজাহান খানের ছেলে।
সূত্র জানায়, কয়েক বছর আগে হানিফ সরদারের চাচাতো বোনকে বিয়ে করেন হালিম খান। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছে। তারই সূত্র ধরে কয়েকদিন আগে হালিমের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এসব নিয়ে সমন্ধী হানিফ সরদারের সাথে ভগ্নীপতি হালিমের কথার কাটাকাটি হয়। পরে বুধবার রাতে টেঁটা নিয়ে জামাল ফকিরের বাড়ির পাশে ওৎ পেতে থাকেন ভগ্নীপতি হালিম খান। বাড়ি ফেরার পথে হানিফ সরদারকে টার্গেট করে টেঁটা নিক্ষেপ করে পালিয়ে যান তিনি। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় হানিফ সরদারকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, হানিফের পায়ে টেঁটাবিদ্ধ হয়। জরুরী অস্ত্রপচার করে টেঁটা অপসারণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন খলিফা বলেন, টেঁটা নিক্ষেপকারী হালিম খানের বড় ভাই আমার কাছে এ ব্যাপারে নালিশ করেছেন। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, পারিবারিক বিরোধের জেরে টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।