জালাল আহমেদ, পটুয়াখালীঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পটুয়াখালীতে বিভিন্ন কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে মিছিল করেছে ছাত্রলীগ।
সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের নেতৃত্বে বেলা ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মহিলা কলেজের সামনে থেকে ফিলিস্তিনিদের পক্ষে দেশে দেশে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সরকারি কলেজ প্রাঙ্গনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান রিয়াদ, আসাদুজ্জামান, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরান, ছাত্রলীগ নেতা উর্মী পাল, প্রিতমা, লামিয়াসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী। এসময় মিছিলকারীরা ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লােগান দিতে থাকেন।