মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীর দুমকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা আ'লীগ কার্যালয়ে উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, মাও: আলমগীর হোসেন, মহিলা আ'লীগ সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ সভাপতি নাসির উদ্দিন মৃধা, সাধারন সম্পাদক কে এম সহিদুল ইসলাম খলিল, মুরাদিয়া ইউনিয়ন আ'লীগ সভাপতি সৈয়দ ফজলুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানা হিমেল প্রমুখ।