মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল কলেজের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি গঠনের নির্বাচন মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তিন মাসের জন্য স্থগিত করেছে সরকার। আমার বিবেচনায় সরকার যেটা করেছেন সেটাই ঠিক আছে এর বাইরে গেলে বিপত্তি ঘটবে। অনেকে বলেন রাজনৈতিক বা দলীয় সম্পৃক্ত কোন ব্যক্তি থাকতে পারবেন না মর্মে আইন হোক। সে আইনও কোনো কাজে আসবেনা। পরপর দু’বারের বেশি সভাপতি না থাকার বিধানে দেখা গিয়েছে মাঝখানে একবার নিজের স্ত্রীকে সভাপতি করে যেন নিজেই বহাল ছিলেন। কাজেই এক্ষেত্রেও তাঁর ব্যত্যয় ঘটবে না, স্ত্রীকে বা তার কোনো নিকট আত্মীয়কে নিয়ে এসে তার নিজের প্রভাব বলয় ঠিক রাখবেন। সুতরাং সরকারের সিদ্ধান্তই যথাযথ বলে আমি মনে করি। একজন সরকারি কর্মকর্তা আর যাই হোক কোন শিক্ষকদের অসম্মান করবেন না। আর পঞ্চম গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার বয়স এবং অভিজ্ঞতা দিয়ে তিনি অন্তত কিছুটা হলেও ভদ্রতা এবং শালীনতা রপ্ত করেছেন, তাকে দিয়ে প্রতিষ্ঠানের মঙ্গল বৈ অমঙ্গল হবে না। অন্যদিকে প্রতিষ্ঠাতাদের দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন অন্তত এই নীতিমালায় এসেছে, এটি বহাল থাকা উচিত। দেশের সকল রাজনীতিবিদদের স্বীয় দলের ভাবমূর্তি বজায় রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নতুন সংকটে পা না দিয়ে সরকারের এ আইনকে সাপোর্ট করা উচিত।
মাসুদ আলম বাবুল
অধ্যক্ষ, কবি ও কথাসাহিত্যিক
মাসুদ আলম বাবুল 








