জালাল আহমেদ, পটুয়াখালীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক তরফা তফসিল ঘোষনার প্রতিবাদে ও এক দফা দাবীতে পঞ্চম দফায় ৪৮ ঘন্টার সারাদেশে বিএনপির ডাকা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মাক অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পটুয়াখালী ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এক তরফা নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে ও এক দফা দাবীতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা সারাদেশে সড়ক, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মোহসীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন, বারের সাধারন সম্পাদক এ্যাড. জাকির হোসেন মঞ্জু মৃধা, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আরিফ হোসেন, ক্রীড়া সম্পাদক এ্যাড. মো. মাকসুদুর রহমান প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী ফোরামের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা পাতানো নির্বাচনের লক্ষ্যেই সিইসি তড়ঘড়ি করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদ করে সরকারের কঠোর সমালোচনা করেন।