সুনীল সরকার, পটুয়াখালীঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক।
মঙ্গলবার ভোরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় সহ সকল সরকারী, আধাসরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালোব্যাজ ধারন করে নিহত শিক্ষার্থীদের স্মরন করছেন। এছাড়া নিহতদের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মসজিদ ও মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।