জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় ব্যয়ামাগারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
যৌথ কর্মীসভায় রাজিব আহসান বলেন, ছাত্রলীগ দেশে একশত ধর্ষন করে সেঞ্চুরি করেছে। ছাত্রলীগ দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা-খুনের রাজনীতি করে।
তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা ম্যাসেঞ্জার, আমরা তিন সংগঠন ভ্রাতৃত্বের বন্ধন হয়ে তারেক রহমানের সাম্যের মানবিক বার্তা নিয়ে পটুয়াখালীতে এসেছি। আপনারা সমাজের সকল ভাল কাজগুলো করুন মানুষকে ভালবাসুন, ধানের শীষের নাম সকলের মাঝে পৌঁছে দিন।
এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, সহ-সভাপতি শাকির আহমেদ, সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ন-সম্পাদক মাসুদ রানা, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদসহ তিন সংগঠনের শত শত নেতা কর্মী।