ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ সেলিম গত রবিবার (১০ মার্চ) বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। ব্যাথা প্রচন্ডভাবে বাড়তে থাকলে সোমবার (১১ মার্চ) তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হলে তিনি হৃদরোগ জনিত কারণে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।